• ঢাকা
  • বুধবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

শায়েস্তাগঞ্জে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪৫ এএম;
শায়েস্তাগঞ্জে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
শায়েস্তাগঞ্জে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া মরদেহের পকেটে পাওয়া নাগরিক সনদ  ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম দ্বিজরাজ ঘোষ সে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের পশ্চিম জাম্বুরা এলাকার রাসিক ঘোষের ছেলে। পুলিশের ধারনা কেউ তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে।.

আজ দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন রেলওয়ে ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এর আগে খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের পিলারের কাছে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশশায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলমাহফুজা আক্তার শিমুল।.

উদ্ধার হওয়া লাশের পকেট থেকে ভারতীয় নাগরিক সনদড্রাইভিং লাইসেন্স এবং ভারতীয় রুপি উদ্ধার করা হয়।.

 বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্তমোরশেদ আলম বলেনআমরা খবর পেয়ে খোয়াই নদী থেকে লাশটি উদ্ধার করেছি লাশের পকেটে ভারতীয় নাগরিক সনদ  ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে আমরা উর্ধতন কর্তৃপক্ষেরকে বিষয়টি অবগত করেছি। উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পেলে বিজিবির মাধ্যমে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবো।. .

ডে-নাইট-নিউজ / মোঃ উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ : 

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ